Bangla24x7 Desk :  বিরতি কাটিয়ে ১৯ জুলাই কলকাতা ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চে নির্ধারিত সময়েই তাঁকে দেখা গেল।  বক্তব্য রাখতে উঠে জানালেন তাঁর এই সাময়িক বিরতির কথা। ব্যাখ্যা দিলেন এই বিরতির। অভিষেকের কথায়, ”আমি এক মাস ছিলাম না। আমি তখন পর্যালোচনায় ছিলাম। আগামী ৩ মাসে এর ফল দেখতে  পাবেন।” প্রায় একমাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মহলে দেখা যায়নি। দলের কোনও কর্মসূচিতে ছিলেন না তিনি।  এই সময়ে সবটাই সামলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতারা। এমনকী চার কেন্দ্রের উপনির্বাচনেও অভিষেক ছিলেন না কোথাও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চিকিৎসার জন্য প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় বাইরে যেতে হয়।

পরপর দলের কাজ, ভোটের দায়িত্ব সামলে তাই ফলপ্রকাশের কয়েকদিন পর তিনি ঘোষণা করেছিলেন, সাময়িক বিরতি নিচ্ছেন। এমনকী এই জল্পনাও উসকে উঠেছিল যে একুশে জুলাইয়ের মঞ্চে তিনি থাকবেন কি না। চিকিৎসার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে অভিষেক জানিয়েছিলেন। তবে একুশ জুলাইয়ের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই ‘সাময়িক বিরতি’র পৃথক ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, এই বিরতিতে তিনি ব্যস্ত ছিলেন লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনায়। কোথায় কেন হার, তার কাটাছেঁড়া করছিলেন একেবারে নিজের পথে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *