Bangla24x7 Desk : মেসিদের বিশ্বজয়ের আনন্দের ফ্রেমটা কি খানিকটা ফিকে করে দিল কাতার ? কেন আর্জেন্টাইন অধিনায়ককে শুধু প্রিয় জার্সি গায়ে ট্রফি তুলতে দেওয়া হল না? কেন তাঁর গায়ে একপ্রকার জোর করে চাপিয়ে দেওয়া হল কাতারের প্রথাগত পোশাক। কালো রংয়ের জোব্বা পরতে কেন বাধ্য করা হল মেসিকে ? এ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ফুটবল মহলে।

পুরস্কার বিতরণীর মঞ্চে তখন উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামাদ আলি খান। মেসি যখন ট্রফি তুলতে যাবেন, তখন দেখা যায় কাতারের প্রেসিডেন্টই তাঁকে ওই কালো পোশাক পরিয়ে দিচ্ছেন। অগত্যা সেই পোশাক পরেই ট্রফি হাতে নেন মেসি। যাতে তাঁর নীল-সাদা জার্সি ঢাকা পড়ে যায়। অনেকেই বলাবলি করছেন, এভাবে আর্জেন্টিনার জয়ের মুহূর্তটা কলঙ্কিত হয়ে গেল। এভাবে অন্য দেশের উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে না দিলেও পারত কাতার।

আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার পাওলো জাবালেতাও ক্ষোভ প্রকাশ করে বলছেন,”এটা কেন করা হবে ? কেন ? এটার তো কারণ থাকতে পারে না।” ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই কালো জোব্বা পরানোতে অসন্তুষ্ট। কিছুক্ষণ বাদে দেখা যায় সেই কালো জোব্বা খুলেও ফেলেছেন মেসি। তাঁর জার্সিতে তখন দেখা গিয়েছে ৩টি তারা। আসলে স্বপ্নপূরণের রাতে এসব তুচ্ছ বিতর্কে কেই বা কান দিতে চায়। সে রাত তো শুধু সেলিব্রেশনের। মেসিরাও সেটাই করেছেন। রাতভর চলেছে হুল্লোড়। সাজঘরে গিয়েও উদ্দাম সেলিব্রেশনে মেতেছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *