Bangla24x7 Desk : “বিমানদা পিছনে বসে কেন, সামনে আসুন” , রাজ্যপালের শপথ অনুষ্ঠানে বর্ষীয়ান বাম নেতাকে সামনে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে রাজনীতিকদের বাগ তরজায় জড়িয়ে পড়া নতুন নয়। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে আক্রমণের ঝাঁজ যেন ততই বাড়ছে। তবে রাজ্যের নতুন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারে উলটপুরাণ।
রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আবার তেমনই ছিলেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বর্ষীয়ান নেতাকে দেখতে পেয়ে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। বলেন, “বিমানদা কেমন আছেন? পিছনে বসে কেন, সামনে আসুন।” শুধু বলাই নয়। হাত ধরে একেবারে সামনে টেনে আনেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের।