Bangla24x7 Desk : পাশের বেডের রোগীর ভেন্টিলেটর মেশিন বন্ধ করে দিলেন বৃদ্ধা ! ৭২ বছরের এক বৃদ্ধা রোগিণীর বিরুদ্ধে অভিযোগ উঠল এক মরণাপণ্ণ রোগীর ভেন্টিলেটরের সুইচ বন্ধ করে দেওয়ার। একবার নয়, দু’বার। এমন অমানবিক আচরণের পিছনে কারণ একটাই। ভেন্টিলেশন যন্ত্রের শব্দে অসুবিধা হচ্ছিল তাঁর! এই ব্যাখ্যায় হতভম্ব হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধাকে।

গত ২৯ নভেম্বর জার্মানির দক্ষিণপশ্চিম শহর ম্যানহেমে ঘটেছে এমনই অমানবিক ঘটনা। ঠিক কী হয়েছিল ? পুলিশ ও সরকারি আইনজীবীদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে , হাসপাতালে ভরতি ছিলেন ওই বৃদ্ধা। সেই ঘরেই এক রোগী ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু সেই যন্ত্রের শব্দে অসুবিধা হচ্ছিল তাঁর। আর তাই তিনি সন্ধে আটটা নাগাদ উঠে গিয়ে সেটি বন্ধ করে দেন।

পরে অবশ্য তা জানতে পেরে যান হাসপাতাল কর্মীরা। তাঁরা দ্রুত যন্ত্রটি চালু করে ওই বৃদ্ধাকে বলেন, কোনও ভাবেই তিনি যেন এমন কাজ আর না করেন। কেননা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে ওই রোগী মারা যাবেন। কিন্তু এতেও তাঁর হুঁশ ফেরেনি। ন’টা নাগাদ তিনি ফের ভেন্টিলেশন যন্ত্রটির সুইচ বন্ধ করে দেন। এরপরই খবর যায় পুলিশে। ওই মহিলাকে আটক করা হয়। বুধবার তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *