Wi-Fi Service : দেশজুড়ে FTTH ন্যাশানাল ওয়াই-ফাই রোমিং সিস্টেম চালু করছে BSNL

Bangla24x7 Desk : Wi-Fi Service : দেশজুড়ে FTTH ন্যাশানাল ওয়াই-ফাই রোমিং সিস্টেম চালু করছে BSNL। এই পরিষেবার মাধ্যমে BSNL ফাইবার-টু-দ্য-হোম ব্যবহারকারীরা সারা ভারতেই BSNL এর নেটওয়ার্কের ব্যবহারের সুযোগ পাবেন। যদিও BSNL FTTH গ্রাহকরা কেবল একটি নির্দিষ্ট স্থানেই হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন BSNL FTTH ন্যাশানাল রোমিং Wi-Fi পরিষেবা ?

 ১. BSNL FTTH ন্যাশানাল Wi-Fi রোমিং পরিষেবা উপভোগ করতে, গ্রাহকদের portal.bsnl.in/ftth/wifiroaming-এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। FTTH কানেকশন নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।বিএসএনএল-এর নতুন এই পরিষেবার সাহায্যে, গ্রামীণ এলাকাতেও যদি BSNL Wi-Fi কানেকশন উপলব্ধ থাকে তাহলে লোকেরা হাইস্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

সম্প্রতি, বিএসএনএল গোটা দেশ জুড়ে ৭টি নতুন পরিষেবা চালু করেছে। জিও বা এয়ারটেলের মতো বেসরকারী সংস্থাগুলি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের উপর বেশি জোর দিতে চায়। অন্যদিকে, প্রায় ১০০,০০০ গ্রাহকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১৯০০টি জায়গায় উন্নত ৫জি পরিষেবার সেট আপ গড়ে তুলতে চলেছে BSNL বলে খবর সূত্রে। এর পাশাপাশি নতুন ব্রডব্যান্ড পরিষেবাও চালু করতে চলেছে বিএসএনএল।

এবার দেশজুড়ে ন্যাশানাল ওয়াই-ফাই রোমিং সিস্টেম চালু করছে BSNL। এই পরিষেবার মাধ্যমে BSNL ফাইবার-টু-দ্য-হোম ব্যবহারকারীরা সারা ভারতেই BSNL এর নেটওয়ার্কের ব্যবহারের সুযোগ পাবেন। যদিও BSNL FTTH গ্রাহকরা কেবল একটি নির্দিষ্ট স্থানেই হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন BSNL FTTH ন্যাশানাল রোমিং Wi-Fi পরিষেবা ?

 ১. BSNL FTTH ন্যাশানাল Wi-Fi রোমিং পরিষেবা উপভোগ করতে, গ্রাহকদের portal.bsnl.in/ftth/wifiroaming-এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। FTTH কানেকশন নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। বিএসএনএল-এর নতুন এই পরিষেবার সাহায্যে, গ্রামীণ এলাকাতেও যদি BSNL Wi-Fi কানেকশন উপলব্ধ থাকে তাহলে লোকেরা হাইস্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

Wi-Fi Service : দেশজুড়ে FTTH ন্যাশানাল ওয়াই-ফাই রোমিং সিস্টেম চালু করছে BSNL

Read More : Sharukh Khan : ৩১ বছর পর এবার পর্দায় আসছে বাজিগর ২ !

সম্প্রতি, বিএসএনএল গোটা দেশ জুড়ে ৭টি নতুন পরিষেবা চালু করেছে। জিও বা এয়ারটেলের মতো বেসরকারী সংস্থাগুলি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের উপর বেশি জোর দিতে চায়। অন্যদিকে, প্রায় ১০০,০০০ গ্রাহকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১৯০০টি জায়গায় উন্নত ৫জি পরিষেবার সেট আপ গড়ে তুলতে চলেছে BSNL বলে খবর সূত্রে। এর পাশাপাশি নতুন ব্রডব্যান্ড পরিষেবাও চালু করতে চলেছে বিএসএনএল।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *