Bangla24x7 Desk : আজকাল হাতঘড়ি মানেই স্মার্টওয়াচের রমরমা। হাতে মোবাইল আর মোবাইলের সঙ্গে কানেক্টেড স্মার্টওয়াচ থাকলে দুনিয়াটা আপনার হাতের মুঠোয়। স্মার্টওয়াচ তো আর শুধু হাতঘড়ি নয়। ফোন ধরা বা কাটা থেকে কথা বলার সুবিধা, মিউজিক কন্ট্রোল এমনকী সারাদিনের দৌড়ঝাঁপে আপনার কত ক্যালোরি খরচ হলে তা-ও বলে দেবে ওই স্মার্ট হাতঘড়ি। Apple Watch-এর কিছু ভার্সনে তো আজকাল যুক্ত হয়েছে ইসিজি-র সুবিধা।

এ তো গেল সুযোগ-সুবিধার কথা। ফ্যাশন বা ট্রেন্ডের কথা বললেও কোনও দিক থেকে কম যায় না এই স্মার্টওয়াচ। নানা ধরনের ব্যান্ড, নানা আকারের ডায়াল থেকে শুরু করে ওয়ালপেপার-সব দিক থেকেই এখন ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে এই Smart Watch। বাজেটের দিক থেকে দেখতে গেলেও বেশ পকেটবান্ধব এই স্মার্টওয়াচ। 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন ব্লুটুথ কলিংয়ের সুবিধাযুক্ত হাইফাই মডেলের স্মার্টওয়াচ। আসুন, দেখে নেওয়া যাক, সাধ্যের মধ্যে সাধ পূরণ করবে কোন কোন স্মার্টওয়াচ? আপনার জন্য রইল সেরা 5।

1.72 ইঞ্চির কালার টাচ স্ক্রিনযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। তার সঙ্গে ফিটনেস ট্র্যাকিং ফিচার । কতটা হাঁটলেন বা শরীর চর্চা করলেন, তার হিসেব বিশদে পৌঁছে দেবে হাতে থাকা ওই ছোট্ট গ্যাজেট। এর সঙ্গেই রয়েছে হার্ট রেট, অক্সিজেন মাপা বা স্ট্রেস মাপার মতো একগুচ্ছ সুবিধা। নিজের পছন্দ মতো ওয়ালপেপার সেট করা থেকে শুরু করে আরও নানা কাজ করে ফেলতে পারবেন এই স্মার্টওয়াচটির মাধ্যমে। নারী এবং পুরুষ, দুজনের জন্যই পারফেক্ট এই স্মার্টওয়াচ। আয়তাকার ডায়াল ও সিলিকনের ব্যান্ড, এই গোটা ব্য়াপারটাই আপনি পেয়ে যাবেন মাত্র 2,999 টাকায়।

বাজেটের মধ্যে ফিচারে ঠাসা স্মার্টওয়াচ খুঁজলে পাবেন Zebronics ZEB-FIT4220CH স্মার্টওয়াচটি। 47mm মেটাল কেস প্রিমিয়াম ও ট্র্যাডিশনাল ক্রোনোগ্রাফের মতো লুক দিয়েছে হাতঘড়িটিকে। লো রেজলিউশন ডিসপ্লে, তার সঙ্গে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে মডেলটিতে। কোনওরকম ল্যাগ ছাড়াই তড়তড়িয়ে চলবে এই স্মার্টওয়াচ। সাত রকম স্পোর্টস মোড রয়েছে স্মার্টওয়াচটিতে। তাছাড়া নিয়মিত শরীরচর্চা নজরে রাখতেও আলাদা মোড রয়েছে এই ওয়াচে। এই স্মার্টওয়াচের ডায়াল শেপটি অবশ্য গোল, ছেলে-মেয়ে উভয়েই পরতে পারবেন ঘড়িটি। এই ঘড়িটিও আপনি পেয়ে যাবেন বাজেটের মধ্যেই। এটির দাম 2,199 টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *