Bangla24x7 Desk : বিরোধী দলনেতাকে বিঁধতে রাজ্যজুড়ে বড়সড় কর্মসূচি নিয়ে নামল তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর থেকে তাঁর উদ্দেশে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠানো শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, গোলাপ ফুল দেওয়া ছবি রয়েছে কার্ডে। প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে ওই কার্ড। এর মধ্যে ‘শিশু দিবস’কে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে অভিনব ছবি টুইট যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের। ‘শিশু দিবস’-এর শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে।
সোমবার থেকে শুভেন্দুর উদ্দেশে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠালেন তৃণমূল ছাত্র ও যুব নেতৃত্ব। সংগঠনকে এই কাজে উৎসাহিত করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। টুইটে তিনি শুভেন্দু অধিকারীকে বিঁধেছেন। ‘শুভ শিশু দিবস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। ৩ বছরের এক শিশুকে নিয়ে ‘মিথ্যাচার’-এর জন্য ‘সুপারহিরো’ বলে কটাক্ষ করেছেন সায়নী। তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে এ এক নতুন মাত্রা সংযোজন করল, তা বলাই বাহুল্য।