Homeউত্তরবঙ্গমুখ দিয়ে রক্তপাত , মাথাভাঙায় মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান , মৃত্যু ঘিরে...

মুখ দিয়ে রক্তপাত , মাথাভাঙায় মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান , মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

spot_img

Bangla24x7 Desk : ভোটের ডিউটিতে এসে গেল প্রাণ , কোচবিহারের মাথাভাঙায় মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে।

 

জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু (৪২)। তিনি মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান। 

উল্লেখ্য, আজই শুরু দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনের প্রথম দফা। প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হল৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হল। এরই মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইনসপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments