Bangla24x7 Desk : প্রতিবন্ধকতাকে বাধা ভাবেননি। বরং তাকে শক্তি করেই লড়াই করছিলেন অমিত মণ্ডল। ইউটিউবে বেশ পরিচিতি লাভ করেছিলেন। ধীরে ধীরে ফিরছিল সুদিন। তার মাঝেই ঘটে গেল অঘটন। মাত্র ২২ বছর বয়সেই দুর্ঘটনায় প্রাণ গেল ইউটিউবার অমিত মণ্ডলের। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা অমিত মণ্ডল। একটা সময় অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা-মা সাফাইয়ের কাজ করতেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন অমিত। তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন। চাইতেন পড়াশোনা করতে। ভরতি হয়েছিলেন নামখানা শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের কলেজের প্রথম বর্ষে। সেই সঙ্গে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে। নিয়মিত ভ্লগ বানাতেন অমিত। ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার। ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল। পরিশ্রম করে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।

বকখালি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার মৃত্যু হল জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের। মঙ্গলবার বিকেলেএকটি মোটরবাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অমিত-সহ তাঁর পরিবারের দুই সদস্য। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট এলাকায় দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগে অমিতের। চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতকে। সেখানেই মৃত্যু হয় শারীরিক ভাবে প্রতিবন্ধী এই যুবকের। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা হাসিখুশি এই যুবকের জীবনযাত্রা থামল মাত্র ২২ বছর বয়সে। তাঁর মৃত্যুর খবরে শোকের আবহ এলাকায়। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

One thought on “জীবনের কাছে হার মেনেছিল প্রতিবন্ধকতা , ২২ বছরেই থমকে গেল Youtuber অমিতের পথচলা”
  1. এস এস কে এম এ মৃত্যু হলে , ডায়মন্ড হারবার পুলিশ মর্গে কি করে ময়নাতদন্ত হয়??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *