Homeউত্তরবঙ্গঅশান্তির ‘এপিসেন্টার’ ! উতপ্ত কোচবিহারে শাসক-বিরোধী সংঘর্ষ , রিপোর্ট তলব কমিশনের

অশান্তির ‘এপিসেন্টার’ ! উতপ্ত কোচবিহারে শাসক-বিরোধী সংঘর্ষ , রিপোর্ট তলব কমিশনের

spot_img

Bangla24x7 Desk : অশান্তির ‘এপিসেন্টার’ ! উতপ্ত কোচবিহারে বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৫০ শতাংশ। আবারও কোচবিহার। রুইয়াকুঠিতে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। ভেটাগুড়িতে রুইয়াকুঠি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তৃণমূলের ক্যাম্প। সকালে সেখানে এক ঘণ্টা বসেছিলেন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে শাসক-বিরোধী দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তৃণমূলের ব্লক সভাপতি আহত হন বলে অভিযোগ। বুথ থেকে পাঁচশো মিটার দূরে তৃণমূল কর্মী ভোটারদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

কৃষ্ণ দাস নামে এক তৃণমূল কর্মী ভোটার আহত হন। তিনি অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন করে গোটা বিষয়টি জানান। পুলিশ আশ্বস্ত করেছে বলে জানা যায়। পাশাপাশি সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। দুটো সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। QRT ঘটনাস্থলে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ। মাথাভাঙায় শিকারপুর বিডিও অফিসে ভোট করাতে আসা ভোটকর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। সরকারি কর্মীদের আটকে রাখার অভিযোগ নজিরবিহীন।

নিশীথ প্রামাণিক বলেন, “তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করছে। বহু জায়গায় দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। আমাদের এখানকার মাানুষ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। তাই গণপ্রতিরোধ গড়ে উঠেছে।” কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১ টা পর্যন্ত ভোটের হার ৫০.৯৬ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮ শতাংশ,  কোচবিহারে ৫০.৬৯ শতাংশ, জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments