Homeপ্রযুক্তিTruecaller এ আপনার নম্বরে গোলমাল ? নিজেদের নম্বর Truecaller থেকে রিমুভ করুন...

Truecaller এ আপনার নম্বরে গোলমাল ? নিজেদের নম্বর Truecaller থেকে রিমুভ করুন সহজ উপায়েই

spot_img

Bangla24x7 Desk : Truecaller এ আপনার নম্বরে গোলমাল ? নিজেদের নম্বর Truecaller থেকে রিমুভ করুন সহজ উপায়েই। গোপনীয়তা সংক্রান্ত কারণে কিছু ব্যবহারকারী নিজেদের নম্বর Truecaller থেকে রিমুভ করতে চান। যদি এমনটা করার থাকে, তাহলে উপায় কী! খুব সহজ উপায়ে অ্যান্ড্রয়েড এবং আইফোনে Truecaller থেকে নিজের নম্বর ডিলিট করা সম্ভব।

আইফোন ফোন থেকে Truecaller অ্যাকাউন্ট ডিলিট করার উপায় : – 
১. নিজের ফোনে Truecaller অ্যাপ খুলতে হবে।
২. একেবারে উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনের উপর ট্যাপ করতে হবে।
৩. About Truecaller-এ ক্লিক করতে হবে।
৪. স্ক্রোল করে নিচে নেমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ট্যাপ করতে হবে।
৫. স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

Truecaller থেকে নিজের ফোন নম্বর রিমুভ করার উপায় :- 
১. প্রথমে অফিসিয়াল Truecaller ওয়েবসাইটে যেতে হবে।
২. Truecaller এ গিয়ে ফোন নম্বর পেজ আনলিস্ট করতে হবে।
৩. কান্ট্রি কোড-সহ নিজের ফোন নম্বর দিতে হবে।
৪. কেন নিজের অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন, তার ব্যাখ্যা দিয়ে অপশনের উপর ক্লিক করতে হবে।
৫. এবার ক্যাপচা কোড দিতে হবে।
৬. প্রাপ্ত অপশন থেকে Unlist-এর উপর ট্যাপ করতে হবে।
এভাবে সহজেই Truecaller-থেকে অ্যাকাউন্ট এবং নিজের ফোন নম্বর ডিলিট করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোন থেকে Truecaller অ্যাকাউন্ট ডিলিট করার উপায় :- 
১. প্রথমে ফোন থেকে Truecaller অ্যাপটা খুলতে হবে।
২. উপরের বাম দিকে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।
৩. এবার সেটিংস-এ যেতে হবে।
৪. সেখানে থাকা বিকল্পগুলির মধ্যে থেকে প্রিভেসি সেন্টার খুঁজে নিতে হবে।
৫. ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে।
৬. স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

অজানা নম্বরগুলির আইডি চেক করতেও সাহায্য করে Truecaller। এটা সুরক্ষাও প্রদান করে। তবে গোপনীয়তা সংক্রান্ত কারণে কিছু ব্যবহারকারী নিজেদের নম্বর Truecaller থেকে রিমুভ করতে চান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments