Homeখেলাকাণায় কাণায় পূর্ণ যুবভারতী মোহন বাগানের দ্বাদশ ব্যক্তি , শিল্ডের হারের জবাব...

কাণায় কাণায় পূর্ণ যুবভারতী মোহন বাগানের দ্বাদশ ব্যক্তি , শিল্ডের হারের জবাব দেওয়াই লক্ষ্য মুম্বইয়ের

spot_img

Bangla24x7 Desk : মোহন বাগান-মুম্বই মহারণ ! সাদিকু না থাকাটা ফ্যাক্টর ? শিল্ড ফাইনালের হারের জবাব দেওয়াই লক্ষ্য মুম্বইয়ের। মেগা ফাইনালের আগে সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস শান্ত। একটুও উত্তেজিত নন। প্রতিপক্ষ মুম্বইকে সমীহ করছেন তিনি।

দারুণ ছন্দে রয়েছে মোহন বাগান। দিমিত্রি পেত্রাতোসদের জয়ের ধারা অব্যাহত। ফাইনালের বল গড়ানোর আগে লিগ শিল্ড খেতাব জিতে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান। সেই আত্মবিশ্বাস সঙ্গে করেই আজ সন্ধ্যায় যুবভারতীতে নামবেন পেত্রাতোস-শুভাশিসরা।  এবারের মেগাফাইনাল সবঅর্থেই অন্য। কাণায় কাণায় পরিপূর্ণ যুবভারতী মোহন বাগানের দ্বাদশ ব্যক্তির কাজ করবে, এ কথা বলাই বাহুল্য। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে সবুজ-মেরুন ব্রিগেড।

হাবাসের তুরুপের তাস আর এক অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। মাঠ জুড়ে খেলেন তিনি। দলের আসল চালিকাশক্তিই দিমি। তিনি গোল করতে পারেন। গোল করাতে পারেন। মরশুমে দিমি একাই বহু ম্যাচ বের করে দিয়েছেন। বড় ম্যাচের প্লেয়ার দিমিত্রি পেত্রাতোস। ফাইনালে নিজেকে উজাড় করে দেওয়ার শপথ নিয়েছেন মোহন বাগানের প্রাণভোমরা। । আজকের ফাইনাল ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বক্স অফিস। ভরা যুবভারতীর শব্দব্রহ্ম মোহনবাগান ফুটবলারদের বাড়তি অ্যাড্রিনালিন ঝরাবে। ঘরের মাঠে এর আগে আইএসএল ফাইনাল খেলেননি হাবাস।

মুম্বই মাঝমাঠের ভরসা আলবার্তো নগুয়েরাও লিগ-শিল্ডে হারের বদলা নেওয়ার কথা শোনালেন। “ফাইনাল একেবারেই অন্য ম্যাচ। এখানে লড়াইটাও আলাদা হবে। ওদের সঙ্গে শেষ ম্যাচে হেরেছি ঠিকই। তবে আমরা দল হিসাবে কতটা ভালো, সেটা কাল মাঠেই বুঝিয়ে দেব,” বার্তা এই স্প্যানিশ মিডফিল্ডার। লেফট ব্যাক হিসাবে নেমে মেহতাব সিং নজর কাড়তে পারেননি। কার্ড সমস্যায় নেই ইওল ভ্যান নিফও। মাঝমাঠে নগুয়েরা খেলতে পারেন তাঁর বদলে। নিফের ভূমিকায় কতটা কার্যকর হবেন, তা নিয়ে ধন্ধ রয়েছে। তবে লাললিয়ানজুয়ালা ছাংতের ফর্ম ভরসা দেবে মুম্বইকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments