Homeরাজনীতিমান ভাঙানোই লক্ষ্য - কুণাল ঘোষকে নিয়েই শুরু তৃণমূলের জরুরি বৈঠক

মান ভাঙানোই লক্ষ্য – কুণাল ঘোষকে নিয়েই শুরু তৃণমূলের জরুরি বৈঠক

spot_img

Bangla24x7 Desk : মান ভাঙানোই লক্ষ্য – কুণাল ঘোষকে নিয়েই শুরু তৃণমূলের জরুরি বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর। ভোটের মাঝে ড্যামেজ কন্ট্রোল করার প্রক্রিয়া চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ডেরেকের বাড়িতেই সেই বৈঠক বসেছে বলে সূত্রের খবর। বৈঠক শেষ হলেই বোঝা যাবে সব অস্বস্তি কাটল কি না। ভোটের মাঝে কুণাল ঘোষকে নিয়ে যা হয়েছে, কুণাল যে সব কথা বলেছেন, তা যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “কুণাল ঘোষ ও ডেরেক ও ব্রায়েন, দুজনেরই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও একটা বিষয় নিয়ে মতের অমিল হয়েছে। সবার সঙ্গে মতের মিল হবে, এমন কোনও কথা নেই। তার মানে এই নয় যে মমতা বা অভিষেকের সঙ্গে কোনও বিরোধ রয়েছে।” সূত্রের খবর, এদিন সকালে কুণাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান ব্রাত্য বসু। তিন নেতার বৈঠক চলছে সেখানে। 

পদ থেকে সরানোর কথা বলা হয়েছিল, তাতে সই ছিল ডেরেক ও ব্রায়েনের। এরপরই ডেরেককে কুইজ মাস্টার বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। গত বুধবার গিয়েছে রাজ্য সাধারণ সম্পাদকের পদ। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গিয়েছে কুণাল ঘোষের নাম। সম্প্রতি অনুগামীদের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতেও দেখা গিয়েছে কুণালকে। আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। বারবার বুঝিয়ে দিয়েছেন, পদ না থাকলেও দলে থেকেই কাজ করবেন কুণাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments